বাণী
কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়টি ধামরাই উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮৬ ইং সনে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি অত্র এলাকার নারী শিক্ষায় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয় এর প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বিদ্যালয় এর প্রতিষ্ঠা, পরিচালনা ও উন্নয়ন কাজে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাগন সহ যাদের অনুপ্রেরণায় উদ্যোগে প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে এবং প্রয়াত শিক্ষক মন্ডলী সহ যারা মৃত্যুবরন করেছে তাদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করছি। এ পর্যন্ত যত শিক্ষক ও ছাত্রীরা বিদ্যালয়ে পাঠ দান করেছেন এবং শিক্ষা করেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান সরকার এর সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে নতুন বই, উপবৃত্তি, আধুনিক কারিকুলাম, নতুন ভবন নির্মান সহ শিল্প ও সংস্কৃতির চর্চা, খেলা-ধূলার উন্নয়ন সর্বোপরি সন্ত্রাস ও জঙ্গিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি পরপর তিনবার বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন সময়ে আমাদের মাননীয় সংসদ সদস্য ঢাকা-২০ আলহাজ্ব বেনজীর আহমেদের সহযোগীতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগীতা করার সাধ্যমত চেষ্টা করেছি।
আমি বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধি কমনা করি ।
সভাপতি
কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়
কালামপুর, ধামরাই, ঢাকা।